মোদীর পর টিকা নিলেন অমিত শাহ

এইসময় (ভারত) প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ২০:২৫

সোমবার সকালেই করোনা টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যায় টিকা নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মেদান্ত হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজটি নেন তিনি। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রহণ করেছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনই। টিকা গ্রহণের পর ভালো রয়েছেন তিনি জানা গেছে এমনটাই।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হচ্ছে করোনার টিকা। সরকারি ক্ষেত্রে টিকা বিনামূল্যে প্রদান করা হলেও বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচ করতে হচ্ছে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, অনুমোদনপ্রাপ্ত বেসরকারি হাসপাতালগুলিতে টিকার একটি ডোজের জন্য খরচ করতে হবে ২৫০ টাকা। তবে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যেই পাওয়া যাবে করোনার টিকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us