‘মেকআপ’ চলচ্চিত্রটিকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। সম্প্রতি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। ছবিটির ১৫টি দৃশ্যের সংলাপে আপত্তি জানিয়ে আটকে দেয় সেন্সর বোর্ড।
সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য জানুয়ারি মাসের শেষের দিকে ‘মেকআপ’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন নির্মাতা অনন্য মামুন। জমা দেওয়ার পর ছবিটি দেখেন জুরিবোর্ডের সদস্যরা। তাঁরা সম্মিলিত সিদ্ধান্তে জানিয়েছেন, ছবিটিতে দেশের মিডিয়াকে ছোট করে উপস্থাপনা করা হয়েছে। ছবিটি দেখে অনেকেই চলচ্চিত্রের মানুষদের ছোট করে দেখবেন। অনেকে পেশা হিসেবে এটাকে অসম্মানের চোখে দেখবেন।