খেলাধুলাই পারে অপরাধ থেকে দূরে রাখতে : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১৬:১৪
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, খেলাধুলাই পারে কিশোর অপরাধসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে। বর্তমানে শিশু কিশোররা মোবাইল ও নেশায় আসক্ত। খেলাধুলায় ভিড়ছে না। এতে করে অনেক শিশু বিভিন্নভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই সকল শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে।
রবিবার রাতে টঙ্গী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাবিদ আহসান সোহেল ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ফেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।