মোদীর আবেদন সত্ত্বেও কোভিড টিকা নিতে চান না হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, কেন?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১২:৫৫

দেশ জুড়ে টিকাকরণের দ্বিতীয় পর্বে প্রতিষেধক নেওয়ার পর ষাঠোর্ধ্ব ও কো-মর্বিডদের টিকা নিতে আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর নিজের দলেরই নেতা তথা হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ তা নিতে ইচ্ছুক নন। ভিজ জানিয়েছেন, তিনি করোনার টিকা নেবেন না। ডিসেম্বরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ভিজ। তা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? টুইটারে তা খোলসা করেছেন ভিজ।সোমবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ গিয়ে করোনার টিকা নিয়েছেন মোদী। ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নেওয়ার পর টুইটারে তা জানান নিজেই। সেই সঙ্গে ওই টুইটেই চলতি পর্বে টিকার জন্য মনোনীতদের তা নিতে আর্জি জানান।তবে মোদীর টুইটের পর পরই টুইট করেছেন ভিজ। হিন্দিতে লেখা ওই টুইটে তিনি বলেছেন, ‘আজ আবার করোনার টিকা দেওয়া শুরু হল। এ নিয়ে কারও কোনও দ্বিধা থাকা উচিত নয়। তবে আমি টিকা নিতে পারব না। কোভিডের সংক্রমণের পর আমার অ্যান্টিব়ডির ‘কাউন্ট’ ৩০০, যেটা অনেকটাই। হয়তো ট্রায়াল চলাকালীন যে টিকা নিয়েছিলাম, তার জন্যই এমনটা হয়েছে। এই মুহূর্তে আমার টিকার প্রয়োজন নেই’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us