ভোটের ফল নিয়ে গুজব, মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২৫

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আল-জাবির হাইস্কুলের ভোটকেন্দ্রের ফলাফল নিয়ে গুজবে দুই কাউন্সিলর প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুলপদ্বী এলাকায় এ সংঘর্ষে ৭ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আল–জাবির হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাসির উদ্দিন ফলাফল ঘোষণা দেওয়ার আগেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা নিজেদের ‘বিজয়ী’ দাবি করে আনন্দমিছিল বের করেন। এই দুই প্রার্থী হলেন পাঞ্জাবি প্রতীকের ইব্রাহীম কালু ও উটপাখি প্রতীকের রেজাউল করিম। প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি অস্বাভাবিক মনে করে ফলাফল ঘোষণা না দিয়ে সেখান থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে আসতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us