মতলবে জাপা ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ভোট বর্জন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৬
ভোট জালিয়াতি, অনিয়ম ও ভোটকেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ডি এম আলাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুহাম্মদ সফিকুল ইসলাম প্রধান। এই দুই মেয়র প্রার্থী আজ রোববার বেলা সাড়ে তিনটায় নিজ নিজ বাসায় পৃথক সংবাদ ব্রিফিং করে তাঁরা এই ঘোষণা দেন।
ডি এম আলাউদ্দিন ও সফিকুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট জালিয়াতি করছেন। তাঁরা পৌরসভাটির ২২টি ভোটকেন্দ্র থেকে তাঁদের দলের এজেন্টদের জোর করে বের করে দেন। ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের একচেটিয়া দাপটে কোনঠাসা হয়ে পড়েন কেন্দ্রে আসা সাধারণ ভোটারেরাও। সাধারণ ভোটারদের জোর করে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করেন তাঁরা। এমনকি তাঁদের (আলাউদ্দিন ও সফিকুল) পরিবারের লোকজনও কেন্দ্রে গিয়ে লাঙল ও হাতপাখা মার্কায় ভোট দিতে পারেননি।