কালো রং তার বেশ পছন্দ। সেই রঙের পোশাকই পরেছিলেন। ওয়েস্টার্ন লুকেই নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। নিয়নের আলোয় সুস্পষ্ট বক্ষ বিভাজিকায় হয়ে উঠেছিলেন মোহময়ী। এমনই কিছু ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যার জন্য কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।
‘আপনার কাছ থেকে এই ধরনের ছবি আশা করিনি’, এমনই মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি প্রোফাইল থেকে আবার লেখা হয়েছে, ‘অন্যদের থেকে তফাত কি আর রইলো, বং রূপেতেই পাগল ছিলাম। ওয়েস্টার্ন কালচারে গা ভাসালে নাই পারতে।’