মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পর অনেক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন। সেসব সিদ্ধান্ত আমেরিকানদের স্বার্থের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে তা বোঝার দায়িত্ব আমেরিকাবাসীর। আমি একজন ভিনদেশি মানুষ হিসেবে সেসব নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। তবে ভিনদেশি একজন মানবতাবাদী হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি তাঁর একটি বাক্যের জন্য। তিনি বলেছেন, ‘ইয়েমেন যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন।’ ইয়েমেনের যুদ্ধ প্রসঙ্গে আমি আগেও বাংলাদেশ প্রতিদিনের পাতায় লিখেছি।