মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করছে বিজেপি বলে শনিবার মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় । শনিবার পূর্বস্থলীর কালীনগর গ্রামে এসেছিলেন তিনি। সেখানে চ্যালেঞ্জের সুরে বলেন, 'যদি কেউ পারেন রেকর্ড করে রাখুন। আমার বিরুদ্ধে মামলা করবেন। বেমতলব ভাবে চক্রান্ত হচ্ছে। গভীর ষড়যন্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।'
মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গ বিজেপির রাজ্য নেতা রাজীব ভৌমিক বলেন, 'জনতার সমর্থন সরে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে ইতিমধ্যেই মৃত। তাই নতুন করে চক্রান্ত, ষড়যন্ত্র করার প্রয়োজন নেই বিজেপির। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবেই হওয়া উচিত। এসব কথা বলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।'