হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো হিলি এলাকা। কুয়াশার কারণে যানবাহন চলাচলে ব্যাহত হয়, এতে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এদিকে হঠাৎ করে শীত ও গরমের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর থেকেই সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। তবে এরপর থেকে রোদ উঠার কারণে কুয়াশার মাত্রা কমতে শুরু করে।
ভ্যানচালক খালেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু কুয়াশার কারণে ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। এর ওপর কুয়াশার কারণে লোকজন বাড়ি থেকে বের না হওয়ায় আয় কমে গিয়ে আমরা বিপাকে পড়েছি।