Xiaomi-র নজরে 'Make In India'! এবার থেকে 99% স্মার্টফোন-100% স্মার্টটিভি ভারতে তৈরির উদ্যোগ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬
'আত্মনির্ভর ভারত'-এর দিকে অনেকখানিই এগিয়ে চলেছে দেশ। পাশাপাশিই বিভিন্ন বিদেশি সংস্থাগুলিও ভারতে নিজেদের ডিভাইস প্রস্তুত করা শুরু করে দিয়েছে। তার অন্যতম কারণ হল, পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের আক্রমণে বহু ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর চিনা পণ্য বয়কট করতে শুরু করেন বহু ভারতীয়।
'মেড ইন ইন্ডিয়া' প্রডাক্টের দিকেই বেশি করে ঝোঁক বাড়ে ভারতীয়দের। সবথেকে বেশি অসুবিধায় পড়ে ভারতে জাঁকিয়ে ব্যবসা করা চিনা কোম্পানিগুলি। সেই কারণে তারাও এবার সম্পূর্ণ ভাবেই 'মেড ইন ইন্ডিয়া' প্রডাক্ট তৈরি করতে উদ্যত হয়েছে।