ভালো কাজের অপেক্ষা বেড়ে গেল দ্বিগুণ: তাসনুভা তিশা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৪
‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ) হিসেবে পুরস্কার পেয়েছেন ছোটপর্দার তারকা মুখ তাসনুভা তিশা। ‘আগস্ট ১৪’ নামের একটি ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য জুরি বোর্ডের সদস্যরা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত করেন।
বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য দেয়া হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২টি বিভাগে মোট ২৩টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।