করোনার টিকাকরণের আসন্ন পর্যায়ে ‘অন সাইট রেজিস্ট্রেশন’-এর সুযোগ পাবেন উপভোক্তারা। অর্থাৎ সরাসরি যে কোনও টিকাকরণ কেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে টিকা নিতে পারবেন তাঁরা।
প্রবীণ নাগরিক ও বিভিন্ন ‘ক্রনিক’ রোগে আক্রান্ত ৪৫ বছরের বেশি বয়সিদের টিকাকরণ ১ মার্চ থেকে শুরু করছে কেন্দ্র। আজ রাজ্যগুলির সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ও কেন্দ্রের অন্য কর্তারা টিকাকরণের খুঁটিনাটি ব্যাখ্যা করেন। কেন্দ্র জানিয়েছে, টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে তিনটি পথে। প্রথমত, উপভোক্তা নিজেই ‘কো-উইন ২.০’ পোর্টালে গিয়ে অথবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে আগাম নাম লেখাতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনও একটি সচিত্র পরিচয়পত্র আপলোড করে তাঁকে নাম লেখাতে হবে। অ্যাপে দেখা যাবে, কোন কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনার টিকা দেওয়া হচ্ছে এবং কোন কোন সময় ফাঁকা রয়েছে। সেই মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাঁরা নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট পরিচয়পত্রটি-সহ টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে আসতে পারেন। সরকারি টিকাকরণ কেন্দ্রে টাকা লাগবে না। নথিভুক্ত বেসরকারি হাসপাতালে পূর্বনির্ধারিত দাম দিয়ে টিকা নেওয়া যাবে।