ব্রিটিশ সুপ্রিম কোর্টে ‘আইএস বধূ’ শামীমার ভাগ্য নির্ধারণী রায় আজ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫
লন্ডন থেকে ২০১৫ সালে সিরিয়ায় গিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া তৎকালীন স্কুলছাত্রী শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে আজ শুক্রবার আদেশ দেবেন ব্রিটিশ সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আরও দুই বান্ধবীসহ সিরিয়ায় পাড়ি দেয়। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। শামীমা সিরিয়ায় আইএস-নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার কিছুদিনের মধ্যে এক আইএস যোদ্ধার সঙ্গে তার বিয়ে হয়। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থীশিবিরে শামীমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। সাক্ষাৎকারে শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানায়। শামীমা সেসময় ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়।