পটুয়াখালীর আন্ধারমানিক নদের ওপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি সেতু নির্মাণ করছে। সেতুটির মূল কাঠামোর নির্মাণ শেষ। এখন সংযোগ সড়কের কাজ চলছে। কিছুদিন পরেই এটি উদ্বোধন করা হবে। এই সেতু থেকে ৩ কিলোমিটার পূর্বে আরেকটি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কেন?
খোঁজ নিয়ে জানা গেছে, উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। পটুয়াখালীর পায়রার গভীর সমুদ্রবন্দর এবং সংলগ্ন অন্যান্য স্থাপনার ভারী যানবাহন পরিবহনের জন্য বাড়তি সক্ষমতার সেতু দরকার। সে কারণেই নতুন আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে।