'স্কুটিতে দিদি! টেনশনে ঘুম আসেনি'

এইসময় (ভারত) প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৭

মুখ্যমন্ত্রীকে স্কুটিতে চাপিয়ে নবান্নে নিয়ে যেতে হবে, বুধবার রাতে খোদ দলনেত্রীর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর রীতিমতো ঘাবড়েই গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্কুটারে বসে হাত 'সেট' করে নিতে আগের রাতে স্ত্রীকে স্কুটিতে বসিয়ে নবান্ন পর্যন্ত ট্রায়াল রানও দিয়েছেন। টেনশনে বুধবার রাতে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারেননি। তবে মুখ্যমন্ত্রীকে স্কুটিতে চাপিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর চালক হিসেবে ভালোই নম্বর পাচ্ছেন ফিরহাদ। মুখ্যমন্ত্রীর কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন।

মুখ্যমন্ত্রীকে নবান্নে পৌঁছে দেওয়ার পর ফিরহাদ নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। স্মৃতির পাতা উল্টে তিনি বলেন, 'এমন নয় যে, আজ প্রথমবার বাইক চালালাম। তবে ইলেকট্রিক স্কুটি এই প্রথম চালালাম। আমার বিয়ের পর আমার একটা সেকেন্ড হ্যান্ড জাভা গাড়ি ছিল। সেই বাইকটা নিয়ে ঘুরতাম। সেই বাইক নিয়ে একবার বারুইপুর গিয়েছিলাম। তার উপর এখন তো বয়স হয়ে গিয়েছে। পরিবারের লোকই চায় না যে আমি বাইক চালাই।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us