এই সময়: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিষয়ে কেন্দ্র নিজের সিদ্ধান্তে যে অনড় তা বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এক ঘোষণা আরও স্পষ্ট করে দিল।
এতদিন সরকারি কর্মীদের বেতন থেকে শুরু করে সরকারের যাবতীয় ব্যবসার অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অধীনে থাকলেও এ বার থেকে বেসরকারি ব্যাঙ্কগুলিও সরকারি ব্যবসার অংশীদার হতে পারবে, এ দিন এক ট্যুইট বার্তায় জানিয়েছেন নির্মলা। যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হবে সেগুলিকে ঘুরপথে ব্যবসা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেই বিশেষজ্ঞমহলের ধারণা।