রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার দাবি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৯ সালের চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি থেকে তাঁরা এই দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় গত জানুয়ারিতে ২০১৯ সালের অনার্স চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছিল। আবাসিক হল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা মেসে থেকে পরীক্ষা দিচ্ছিলেন। হঠাৎ পরীক্ষা স্থগিত করায় তাঁরা বিপাকে পড়েন। অনেক বিভাগে লিখিত পরীক্ষা কয়েকটি হয়েছে এবং কয়েকটি বাকি আছে। আবার অনেক বিভাগে কেবল ব্যবহারিক পরীক্ষা বাকি আছে।