২০০৬ সালে ৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালকে ১০০ শয্যায় উন্নত করা হয়। তবে কাগজে কলমে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নত হলেও জনবল থেকে গেছে ৫০ শয্যারই। অর্থাৎ দীর্ঘ ১৪ বছরের অধিক সময় ধরে প্রয়োজনের থেকে অর্ধেক জনবল দিয়ে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে আসছে নিয়মিত।
এদিকে ক্রমবর্ধমাণ জনসংখ্যার কথা চিন্তা করে হাসপাতালটিকে একশ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নত করতে ২০১৭ সালে নির্মাণ কাজ শেষ হয়েছে বহুতল বিশিষ্ট নতুন ভবনের। তবে জনবল সংকটে সেটিও চালু করতে পারছে না জেলা স্বাস্থ্য বিভাগ।