বিগত ৫০ বছরে পাকিস্তান রেলওয়ে ১.২ ট্রিলিয়ন রুপি (সাড়ে ৫৩ হাজার কোটি টাকার বেশি) ক্ষতির সম্মুখীন হয়েছে। ধসে পড়া এই খাতকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। রেলের এই লোকসানের ৯০ ভাগই হয়েছে গত দুই দশকে বলে জানা গেছে।
ক্ষতি প্রসঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মদ আজম খান স্বাতী জানান, সম্প্রতি রেলওয়ের পোর্টফোলিও থেকে জানা যায় বছরে রেলের গড় লোকসান ৩৫ থেকে ৪০ বিলিয়ন রুপি।