কন্টেইনারের মধ্যে আঠার পাত্রে লুকিয়ে পাচার করা হচ্ছিল ২৩ টন (২৩ হাজার কেজি) কোকেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই জব্দ করা হয়েছে সেগুলো। বলা হচ্ছে, ইউরোপের ইতিহাসে মাদক উদ্ধারের সর্ববৃহৎ ঘটনা এটি।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুসারে, রেকর্ড পরিমাণ এই কোকেন যৌথভাবে উদ্ধার করেছে জার্মানি ও বেলজিয়াম, যার বাজারমূল্য কয়েক বিলিয়ন ইউরো। বুধবার এক বিবৃতিতে জার্মান কাস্টমস বিভাগ জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি প্যারাগুয়ে থেকে আসা কন্টেইনারের মধ্যে ১৬ টন কোকেন খুঁজে পান জার্মানির কর্মকর্তারা।