মহাবিশ্বের রহস্য উন্মোচন ও ভিনগ্রহের জীবনের খোঁজে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। উত্তর ক্যালিফোর্নিয়ায় ক্যাসকেড পর্বতমালায় ৪২টি রেডিও টেলিস্কোপ নক্ষত্রের দিকে এ লক্ষ্যেই তাক করা রয়েছে। ক্যালিফোর্নিয়ার সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স (এসইটিআই) ইনস্টিটিউট কয়েক দশক ধরে ভিনগ্রহের রেডিও সংকেত এবং বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণ চিহ্নিত করার জন্য মহাজগৎ স্ক্যান করে চলেছে।