জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, জাল টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আগামী ১৫ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। অভিযোগ গঠনের সময় আসামি সাহেদ আদালতে হাজির ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। জাল টাকা উদ্ধারের ঘটনায় গত বছরের ১৬ জুলাই সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের কথা বলা হয়।