এলেন, দেখলেন, বেশি বেতন চাইলেন, চলে গেলেন। শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে চামিন্দা ভাসের মেয়াদকে এভাবেই হয়তো বর্ণনা করা যায়। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায়ই গত পরশু পদত্যাগ করেছেন লঙ্কান কিংবদন্তি বাঁহাতি পেসার। তা-ও দায়িত্বটা ছেড়েছেন কখন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা যখন দেশ ছাড়বে, তার মাত্র ঘণ্টা পাঁচ-ছয়েক আগে!
লঙ্কান সংবাদমাধ্যম জানাচ্ছে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে বেতন বাড়ানোর দাবি করেছিলেন ভাস। কিন্তু এসএলসি তা মানেনি। তাতেই পদত্যাগ ভাসের। কিন্তু এভাবে হঠাৎ একটা সফরের আগে দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় বেতন বাড়ানোর দাবি করা, তারপর সফরের ঘণ্টা কয়েক আগে পদত্যাগ করা...সব মিলিয়ে এখন ভাসের ওপর খেপেছেন লঙ্কান ক্রিকেটের হর্তাকর্তারা। এই তালিকায় যোগ হয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপক্ষেও। ভাসকে ‘উচ্ছৃঙ্খল’ বলেছেন তিনি।