করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এ সময় তার মেয়ে বাঁধনও টিকা নেন। সোমবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে গিয়ে তারা করোনার টিকা নেন। টিকা নেয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, আমি করোনার টিকা নিয়েছি।
টিকা নেয়ার পর কারও কারও জ্বর, মাথা ঘোরার খবর শুনেছি। কিন্তু আমার কিছুই হয়নি। আমি এখনো ঠিক আছি, আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, সরকারি কর্মচারী হাসপাতালে টিকা দেয়ার পরিবেশ বেশ ভালো। খুব চমৎকার পরিবেশে যারা টিকা প্রয়োগ করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।