তেলসম্পদে ভরপুর সৌদি আরব আসলে কতটা ধনী? এর সুনির্দিষ্ট উত্তর জানা বেশ কঠিন। দেশটি কখনোই তাদের মোট সম্পত্তি ও ধারদেনার পরিমাণ প্রকাশ করেনি। এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সেকারণেই পুরোনো অবস্থান থেকে সরে ঋণের পরিমাণ যুক্ত করে একটি একীভূত ব্যালেন্স শিট তৈরির কাজে হাত দিয়েছে সৌদি সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সরকারি বিনিয়োগ তহবিলকে (পিআইএফ) কেন্দ্র করে অর্থনীতি সংস্কার পরিকল্পনা সাজিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান।