নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি বড় সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
এ ঘোষণা জানাজানির পর রাত আটটা থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিতে শুরু করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হল ক্যাম্পাস খোলা চাই, দাবি মোদের একটাই।’
এর আগে সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে জানান, সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।