আদালত থেকে পালাল ডাকাতি মামলার আসামি, ৮ পুলিশ প্রত্যাহার
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে ডাকাতি মামলার আসামি হারুন অর রশিদ ওরফে সুমন পালিয়েছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আসামি পালানোর এ ঘটনা ঘটে। সন্ধ্যায় আসামি গণনার সময় পুলিশের কাছে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারুল কবির বাবুল বলেন, ‘আজ সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের দুই তলায় অবস্থিত কোর্ট হাজত থেকে ডাকাতির মামলার আসামি হারুন অর রশিদ ওরফে সুমন পালিয়ে যায়।’