সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের নীচে, নতুন সংকট থেকে মুক্তি কীভাবে?
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৯
দেশের বেশ কিছু রাজ্যে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কিন্তু এরই মধ্যে দেশবাসীর জন্য স্বস্তির খবর। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা নামল দেড় লাখের নীচে।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩০৬ জন। প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল দেড় লাখের নীচেই। কিন্তু সোমবার করোনা সংক্রমণ দেড় লাখ ছাড়িয়ে যায়। এরপরেই কার্যত চিন্তার ভাঁজ পড়েছিল বিশেষজ্ঞ মহলের কপালে। কিন্তু, মঙ্গলবারের পরিসংখ্যান ফিরিয়ে দিয়েছে স্বস্তি।