গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘সুবর্ণ জয়ন্তীর এই বছরে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, পতাকার জন্য, স্বাধীনতার জন্য।’
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।