করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই মৃত্যু হৃদয়বিদারক। তিনি মহামারি মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিবারের হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমি জানি স্বজন হারানোর কষ্ট কতটা।’ তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাদের আমরা হারিয়েছি, তাদের স্মরণ রাখুন। দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, টিকা নিন।’