বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন করোনার টিকা নিলেন। গতকাল সোমবার সকালে সরকারি কর্মচারী হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তিনি। এ সময় তাঁর মেয়ে বাঁধন সঙ্গে ছিলেন। তিনিও করোনার টিকা নেন। প্রথম আলোকে টিকা নেওয়ার খবরটি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমীন।
সাবিনা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘টিকা নেওয়ার আগে শুনেছি, কারও কারও জ্বর হয়, মাথা ঘোরে। কিন্তু এখন পর্যন্ত আমার কিছু হয়নি। কোনো ধরনের সমস্যা অনুভব করছি না। আমি এখনো ঠিকই আছি, আলহামদুলিল্লাহ।’