বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সেমিনার: গণমাধ্যমে সঠিক তথ্য দিতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর হয়েছে। তবে তা যথেষ্ট নয়। উভয় দেশের সরকারের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধির পাশাপাশি মানুষে মানুষে সম্পর্কও আরও গভীর করতে হবে। কোনোভাবে যেন এই সম্পর্কে বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকতে হবে বলে। উভয় দেশর গণমাধ্যমেই সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী তাঁদের বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেন।

ঢাকায় ভারতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইমক্যাব) মুজিব বর্ষ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে। তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ পড়েন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us