লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত একটি সড়ক সংস্কারে নেমেছেন ৩০ যুবক। জনপ্রতিনিধিদের কাছে বার বার ধর্না দিয়ে কাজ না হওয়ায় নিজেরাই সংস্কার শুরু করেছেন তারা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সড়কটি সংস্কার করতে দেখা গেছে যুবকদের। তিনদিন ধরে তারা স্বেচ্ছায় কাজটি করছেন। এতে দূর্ভোগ লাঘব হচ্ছে হাজারো মানুষের। এ কাজে এগিয়ে এসেছেন রিপন হোসেন, ফিরোজ, মো. সবুজ, ইব্রাহিম স্বপন, আকবর হোসেন, রিয়াজ হোসেন, নূর করিম, আলাউদ্দিন, বাবলু, আজগর, মঞ্জুর, রাশেদ, রাকিব, হারুন, রুবেলসহ ৩০ জন। তারা ওই এলাকার বাসিন্দা। চলাচলের অনুপযোগী সড়কটি মাটি ভর্তি বস্তা ফেলে এখন চলাচলের উপযোগী করা হয়েছে।