আল-জাজিরার বিরুদ্ধে মামলা নিতে যুক্তি শুনলেন বিচারক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩০
‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদনকে কেন্দ্র করে আল-জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে এই সংক্রান্ত আইনি যুক্তি বাদী পক্ষের আইনজীবীদের কাছে শুনলেন বিচারক।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এই শুনানি নেন। তিনি যুক্তি শোনার পর তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি।আল-জাজিরার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আরজি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার আদালতে যান আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।