তুরস্কে জমে থাকা বরফের মাঝে মিনার পর্যটকদের আকৃষ্ট করছে

বার্তা২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯

চারদিকে সাদা বরফ। বরফে জমে যাওয়া লেকে মাথা দেখা যাচ্ছে শুধু একটি মিনার। মিনারটি মসজিদের। উচ্চতা ১৫ মিটার। বরফের মাঝে এভাবে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা মিনারের ছবি অভূতপূর্ব এক দৃশ্য তৈরি করেছে। পূর্ব তুরস্কের আগরি প্রদেশে এমন দৃশ্য দেখতে ও ক্যামেরায় তা ধারণ করতে ভিড় করছেন পর্যটকরা।

বরফের মাঝে এভাবে মিনার আসলো কোথা থেকে? আসলে ১১ বছর আগে আগরি প্রদেশে ইয়াজিজি বাধ তৈরি করা হলে প্রদেশের বাশচাভুশ গ্রামটি পানিতে তলিয়ে যায়। তবে গ্রামটির উঁচু উঁচু ভবনগুলো পানির ওপর মাথা জাগিয়ে রাখতে সক্ষম হয়। মিনারটিও তেমন। মসজিদের ভবন তলিয়ে গেলেও মিনারটি এখনও দাঁড়িয়ে আছে। যা অনন্য এই দৃশ্য তৈরি করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us