মস্তিষ্কের ভাবনা স্বয়ংক্রিয়ভাবে টাইপ করা যাবে। চার বছর আগে ফেসবুক যখন নতুন এ উদ্যোগের কথা জানাল, তখন সবার কাছে তা অদ্ভুত ঠেকেছিল। নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে ‘বিল্ডিং ৮’ নামের একটি হার্ডওয়্যার বিভাগ চালু করেছিল ফেসবুক। এ বিভাগে বিজ্ঞানী, প্রকৌশলী থেকে শুরু করে বিশেষজ্ঞদের নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি।
বিভাগটি দেখভালের দায়িত্ব পান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অভিজ্ঞতাসম্পন্ন এক নির্বাহী কর্মকর্তা। ঘোষণা দেওয়া হয়, ফেসবুক নতুন এক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে, যার মাধ্যমে মস্তিষ্ক ব্যবহার করে টাইপ করা যাবে এবং ত্বকের মাধ্যমে শোনা যাবে। কিন্তু ফেসবুকের সেই উদ্ভাবন এখনো আলোর মুখ দেখেনি। এর পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের ফিচার নকলের ফাঁদে আটকে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য।