প্রায় ৩০ হাজার ম্যাকে মিলেছে ম্যালওয়্যারের অস্তিত্ব
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৯
অ্যাপল কম্পিউটারে কখনও ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ হয় না এমন ধারণা নিয়ে যারা তৃপ্তির ঢেকুর তুলছিলেন তারা এবার একটু গা ঝাড়া দিতে পারেন। ম্যাক কম্পিউটারে রহস্যময় এক ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন নিরাপত্তা গবেষকরা।
অঘটন ঘটিয়ে নিজেকে মুছে দেওয়ার ক্ষমতা রয়েছে ওই ম্যালওয়্যারটির মধ্যে। এতে করে কোনো ম্যাক আক্রান্ত হওয়ার পর ঠিক কী কারণে সমস্যা হচ্ছে তা আর জানা যেতো না। তবে, গবেষকদের চোখ ফাঁকি দিতে পারেনি ম্যালওয়্যারটি।
আর্স টেকনিকার বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ম্যালওয়্যারবাইটস ও রেডক্যানারি’র নিরাপত্তা গবেষকরা প্রায় ৩০ হাজার ম্যাকে রহস্যময় ওই ম্যালওয়্যার খুঁজে পেয়েছেন। এর আক্রমণের কারণে ম্যাকে ঠিক কী হতে পারতো, তা এখনও জানা যায়নি। গবেষকরা এর নাম দিয়েছেন ‘সিলভার স্প্যারো’।