প্রশংসা পাচ্ছে অপূর্ব-সাবিলার নাটকের গান ‘ও আমার সুইটহার্ট’

চ্যানেল আই প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩

জনপ্রিয় অভিনেতা অপূর্ব তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে নানামাত্রিক চরিত্রে অভিনয় করলেও গানে পারফর্ম করেননি। তবে সম্প্রতি অবমুক্ত হওয়া সময়ের সুপরিচিত নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় ‘টিপু সুলতানা’ নাটকে ‘ও আমার সুইটহার্ট’ শিরোনামে একটি পারফর্ম করলেন এ তারকাকে। যে গানে অপূর্বর সঙ্গে ভিন্ন স্টাইলে নেচেছেন সাবিলা নূর।

গানটিতে অপূর্ব-সাবিলার উপস্থিতি, পারফর্ম দর্শকদের নজর কেড়েছে। তাই গানটি বেশ প্রশংসা পাচ্ছে অন্তর্জালে। বিজ্ঞাপন অপূর্ব বলেন: নাটকটি থেকে বেশি সাড়া পাচ্ছি গানটি দিয়ে। কারণ আমি সচরাচর গানে পারফর্ম করি না। এবারই বলা যায় প্রথম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us