অনলাইন প্ল্যাটফর্মে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬

অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা। বাংলায় ওয়েবসাইট তৈরির খবর অনেক পুরনো এখন। বাংলায় অ্যাপস তৈরির খবরও বাসী হতে চললো। বরং বাংলা ভাষায় চ্যাটবট তৈরি (হোয়াটসঅ্যাপ ও ভাইবার), অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি, অনলাইনে বাংলা ভাষার মান উন্নয়নের কাজ শুরু হয়েছে এখন। বর্তমানে বিশ্বের প্রায় ৩৫ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এখনও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার ও প্রয়োগ সার্বজনীন নয়। এজন্য সরকার, গবেষক, প্রযুক্তি ও ভাষাবিদদের একযোগে কাজ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

বাংলাদেশ কান্ট্রিকোড টপ লেভেল ডোমেইন ডট বাংলা পেয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে ১৬টি টুলস ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ১৬৫ কোটি টাকা ব্যয়ে ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। তৈরি হচ্ছে বাংলা কার্পাস, বাংলা ওসিআর, বাংলা স্পিচ টু টেক্সট, টেক্সটু টু স্পিচ, জাতীয় বাংলা কি-বোর্ড, বাংলা স্টাইল গাইড, বাংলা ফন্ট, বাংলা মেশিন ট্রান্সলেটর। এসবের মাধ্যমে অনলাইন এবং ডিজিটাল ডিভাইসে ভালোভাবে বাংলা ভাষা লেখা ও পড়া সহজ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us