ভরা বসন্তেও শীতের আভাস! আভাস শুধু নয়, একেবারে তুষারপাত এবং ঝড় বইছে সৌদি আরবের তাবুক অঞ্চলে। গত কয়েকবছর ধরেই তাপমাত্রার হেরফের হচ্ছিল এই অঞ্চলে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চলে তুষারপাতের মতো বিরলতম ঘটনায় চমকে গেছেন সারা বিশ্বের মানুষ। এমনকি স্থানীয় বাসিন্দারাও। এমন কনকনে ঠান্ডায় কেউ যেমন ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না, অন্যদিকে অনেকেই আবার তুষারপাতের ছবি তোলার জন্য বাইরে বেরিয়েও পড়ছেন।