ফি সাধারণত পশ্চিমা দেশের অন্যতম পানীয় হলেও বিশ্বের সবার কাছেই বেশ জনপ্রিয়। কফি পান করেননি এমন লোক কমই আছে। আর এ কফি-ই এখন সম্ভাবনার ফসল হয়ে উঠছে বাংলাদেশে। চায়ের মতো কফি এলাকাও হচ্ছে। ফসলটি চাষে অনেকেই উৎসাহের সঙ্গে এগিয়ে আসছেন। পাচ্ছেন সফলতাও।
দেশের পার্বত্য চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কফি চাষ হয়। এতে ধান, পাট ও অন্যান্য ফসলের পাশাপাশি কফিও বাংলাদেশকে এনে দিতে পারে রফতানি খাতে আর্থিক সাফল্য। বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে রাখবে বিশেষ ভূমিকা। এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।