মার্কিন কংগ্রেসে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের অবিস্মরণীয় তথ্য

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩

গত ৮ বছরের মত এবারও ১১৭তম কংগ্রেসে মায়ের ভাষার জন্য বাঙালিদের অকৃপণভাবে রক্তদানের অবিস্মরণীয় ঘটনাবলির আলোকে ‘২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যুক্তরাষ্ট্রেও যথাযথ মর্যাদায় পালনের আহ্বানে কংগ্রেসওম্যান গ্রেস মেং একটি রেজ্যুলেশন উপস্থাপন করেছেন। ১৮ ফেব্উয়ারি বৃহস্পতিবার উত্থাপিত এ রেজ্যুলেশনে সারাবিশ্বে বর্তমানে ৬ হাজার ভাষার মধ্যে ২২৭৯টি বিলুপ্তির প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে এবং যুক্তরাষ্ট্রেও ৩৮১টি ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে বলে তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে।

এসব ভাষাকে রক্ষাকল্পেই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্রথমে ইউনেস্কো এবং পরবর্তীতে ২০০২ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহিত সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়া হয়। অর্থাৎ জাতিসংঘের সদস্যরাষ্ট্রসমূহকেও দিনটি ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের আহবান রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us