তালেবানকে বিশ্বাস নিয়ে আলোচনার টেবিলে আসতে হবে: ন্যাটো
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২০
ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ জানিয়েছেন, আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।
সশস্ত্র গোষ্ঠী তালেবানকে প্রতিহত করতে দুই দশক ধরে আফগানিস্তানে অবস্থান করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কথিত গণতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনার এই যুদ্ধে এখন পর্যন্ত তাদের ব্যয় হয়েছে কয়েকশ' কোটি মার্কিন ডলার।