ম্যান সিটির জয়, এ বার হেরে গেল জুভেন্টাসও

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০০

ম্যাঞ্চেস্টার সিটির জয়যাত্রা অব্যাহত। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবলে শুধু এক নম্বরে নয়, দ্বিতীয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে তারা এগিয়ে গেল ১০ পয়েন্ট! বুধবার গুডিসন পার্কে এভার্টনকেও উড়িয়ে দিল ম্যান সিটি। জয় ৩-১ গোলে। সব টুর্নামেন্ট মিলে টানা ১৭ ম্যাচ জিতল এতিহাদের ক্লাব। ফুটবল বিশ্লেষকরা বলছেন, পেপ গুয়ার্দিওলার দলের চার বছরে তৃতীয় লিগ খেতাব জেতাটা এখন সময়ের অপেক্ষা। এমনকি যুযুধান এভার্টনের বিশ্বখ্যাত ম্যানেজার কার্লো আনচেলোত্তি পর্যন্ত বললেন, ‘‘লিগ চ্যাম্পিয়ন হিসেবে অন্য কোনও দলের কথা ভাবাই যাচ্ছে না। ম্যান সিটিই সেরা।’’গুয়ার্দিওলা নিজে কিন্তু চ্যাম্পিয়ন হবেনই বলতে চাননি। ‘‘পয়েন্ট টেবল নিয়ে মাথা ঘামাচ্ছি না।

আরও ৪২ পয়েন্টের জন্য লড়তে হবে। এখনও অনেক ম্যাচ বাকি,’’ বলেছেন সাবধানি ম্যানেজার। বুধবার ম্যান সিটির তিনটি গোল করেন ফিল ফডেন, রিয়াদ মাহরেজ় ও বের্নার্দো সিলভা। মাঝখানে ১-১ করেছিলেন রিচার্লিসন। ম্যান সিটির শেষ দু’টি গোলই অসাধারণ। ৬৩ ও ৭৭ মিনিটে রিয়াদ ও বের্নার্দো— দুজনই প্রায় ১৮ গজ দূর থেকে শট মেরে গোল করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us