ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার এবং স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ভাইরাস ছড়ানো, গুপ্তচরবৃত্তিসহ সাইবার হামলার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশও রয়েছে। কাসাব্লাঙ্কা নামের একটি বৈশ্বিক সাইবার অপরাধী চক্র লোডা–র্যাট নামের ম্যালওয়্যার দিয়ে এ হামলা চালাচ্ছে। লোডা–র্যাটের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনেও আক্রমণ চালাচ্ছে। সব মিলিয়ে বিপদের আশঙ্কা অনেক বেড়ে গেছে।
কম্পিউটার নেটওয়ার্ক পণ্য নির্মাতা বহুজাতিক প্রতিষ্ঠান সিসকোর থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের গবেষক ভিটোর ভেনচুরার বরাত দিয়ে সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদের ওয়েবসাইট সাইবারস্কুপ ডটকম ৯ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করে। সেখানে ভেনচুরা বলেছেন, বেশ কয়েক বছরের চেষ্টায় দক্ষিণ আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের ওপর গুপ্তরবৃত্তির এ প্রোগ্রাম তৈরি করা হয়েছে।