পৌর নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে ৮৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মণ্ডল। এছাড়াও জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আবুল হাসান।রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন।