ইবোলা ভাইরাস : আফ্রিকার ছয় দেশকে সতর্ক করল ডব্লিউএইচও
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে এবার আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, ওই অঞ্চলে এখন শুধু করোনাভাইরাস (কোভিড-১৯) নয়, ইবোলা ভাইরাসও ঝুঁকির কারণ হয়ে উঠছে।
সম্প্রতি আফ্রিকার দেশ গিনি ও ডিআর কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গিনিতে তিনজন ও ডিআর কঙ্গোতে এক নারীর মৃত্যু হয়েছে।