জামালপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৫ আগস্ট জামালপুরের সদরে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নেয়ার সময় এক বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে লোহার পাইপের শর্ট পিস, কাঁচের বোতল এবং বিপুল পরিমাণ জেহাদী বই জব্দ করা হয়।