আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। ন্যাটো বাহিনীর হয়ে দেশটিতে এসব সেনা পাঠানো হয়েছিল। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দীর্ঘ ২০ বছর পর সেসব সেনা দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
চলতি বছরে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে ঘরে ফিরবেন নিউজিল্যান্ডের সেনারা। বুধবার জেসিন্ডা বলেন, ‘সমস্যাগ্রস্ত দেশের টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া সর্বোচ্চ প্রত্যাশা দেখিয়েছে।